জাগো নরসিংদী ডেস্ক : চীন পাকিস্তান বাণিজ্যিক করিডর
চীন-পাকিস্তান বাণিজ্যিক করিডরে আফগানিস্তানকে নিতে চায় এ দুটি দেশ। পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে এমন খবর।
শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে চীনে যান পাকিস্তানের প্রধামন্ত্রী ইমরান খান। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি। আর এই বৈঠকেই চীন-পাকিস্তান বাণিজ্যিক করিডরে আফগানিস্তানকে অন্তর্ভুক্তি করার বিষয়ে আলোচনা করেন দুই দেশের প্রধান।
চীন-পাকিস্তান বাণিজ্যিক করিডরে চীন প্রায় ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।
ফলে যদি আফগানিস্তানকে তারা অন্তর্ভুক্তি করে তাহলে লাভবান হবে আফগানরাই।
সূত্র: যুগান্তর / তোলো নিউজ