ডেস্ক রিপোর্ট : রোমানিয়ার পূর্বাঞ্চলের কৃষ্ণ সাগরের কাছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে সামরিক বাহিনীর হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার এ দুর্ঘটনা ঘটে। এতে ৮ জন প্রাণ হারিয়েছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিমান ঘাঁটি থেকে ১১ কিলোমিটার দূরে গুরা দোবরোগেই এলাকায় আইএআর ৩৩০-পুমা নামের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে ওই হেলিকাপ্টারে থাকা সাত জনের সকলেই নিহত হন।
আকাশে টলহ মিশনের দায়িত্ব পালন কালে একটি মিগ-২১ ল্যান্সার বিমান যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রাডার থেকে হারিয়ে গেলে এই হেলিকপ্টারের সাহায্যে অনুসন্ধান অভিযান চালানো হচ্ছিল।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বুধবার দিনের শেষভাগে এ যুদ্ধবিমানের সন্ধান পাওয়া যায়। দুর্ঘটনায় বিমানের পাইলটও নিহত হন।
সূত্র : এএফপি/ বাসস