স্টাফ রিপোর্টার: নরসিংদীতে পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রীকে কুপিয়ে মারাত্মক আহত করে স্বামী আত্মহত্যা করেছে।
পরে ঘরের দরজা ভেঙ্গে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে আহত স্ত্রী মাহমুদা বেগম (৩২) কে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
বুধবার (৩১ মে) বেলা ১১টার দিকে নরসিংদী পৌর শহরের কাউরিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আক্তার হোসেন (৩৫) নরসিংদীর চিনিশপুর ইউনিয়নের টাওয়াদী গ্রামের মলিন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, নিহত আক্তার হোসেন সুমি নামে একটি মেয়েকে বিয়ে করে ঘর সংসার করতে থাকে। তাদের সংসার জীবনে একটি ছেলে ও একটি কন্যা সন্তান আছে।
গত ১ বছর আগে মাহমুদা বেগম নামে আরেক নারীকে বিয়ে করে সে। বিয়ের বর থেকেই মাহমুদাকে নিয়ে নরসিংদী পৌর শহরের কাউরিয়া পাড়া এলাকায় খোকন মিয়ার বাড়ীতে ভাড়া বাসায় থাকতেন। সম্প্রতি নিজ বাড়িতে যাওয়া ও আগের স্ত্রীর সাথে সম্পর্কসহ পারিবারিক বিষয় নিয়ে ২য় স্ত্রী মাহমুদার সাথে মনমাণিণ্য চলছিল।
সম্প্রতি স্ত্রী মাহমুদা বেগম তার প্রথম স্বামীর সাথেও যোগাযোগ রক্ষা করছে বিষয়টি জানতে পারে স্বামী আক্তার হোসেন। এ নিয়ে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
এক পর্যায়ে স্বামী আক্তার হোসেন তার স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে কান নিয়ে মুখের এক অংশ করে ফেলে। এতে মাহমুদা বেগমকে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যায়।
পরে স্ত্রী মারা গেছে ভেবে আক্তার ব্যবহৃত ছুড়িটি পাশের ভবনের ছাদে ছুড়ে ফেলে দিয়ে ঘরের ফ্যানের সাথে কাপড় পেচিয়ে আত্মহত্যা করে। আশপাশের লোকজন টের পেয়ে স্থানীয় কাউন্সিলর ও পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে ফ্যানের সাথে ঝুলন্ত আক্তারের মৃত দেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরন করে।
নিহত আক্তারের ১ম স্ত্রী সুমি বলেন, আমি আমার স্বামীর মা-বাবার সাথে টাউয়াদি দাস পাড়ায় বসবাস করি। ২য় বিয়ের পর থেকেই সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এমনকি মা-বাবার সাথেও যোগাযোগ করত না। বুধবার সাড়ে ১১টার শুনতে পাই সে আত্মহত্যা করে মারা গেছে।
নিহতের খালা সাজেদা বেগম বলেন, আক্তার তার মা বাবার সাথে সম্পর্ক রাখতে চেয়েছিল। কিন্তু তার ২য় স্ত্রী মাহমুদা তা রাখতে দিতে চাইতো না । এদিকে স্ত্রী মাহমুদাও তার প্রথম স্বামীর সাথে যোগাযোগ রেখে যাচ্ছে বিষয়টি জানতে পারে স্বামী আক্তার। এ নিয়ে তাদের মধ্যে বুধবার ঝগড়া বিবাদ বাধে। এর এক পর্যায়ে এ ঘটনা ঘটে।
নরসিংদী সদর মডেল থানার এস আই শাহিন বলেন, 'স্ত্রীকে কুপিয়ে আহত করে আক্তার হোসেন নামে এক ব্যাক্তি আত্মহত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের দগজা ভেঙ্গে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।'
জাগোনরসিংদী/শহজু