স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরায় আব্দুল করিম (৪৫) নামে এক নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। রবিবার (১২ জুন) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের আতসআলী বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল করিম নিলক্ষ্যা ইউনিয়নের সোনাকান্দি গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।
নিলক্ষ্যা ইউপির ১নং ওয়ার্ডের সদস্য সিদ্দিক জানান, করিম ও আসাদ নামে ২জন নৈশপ্রহরী বাজার পাহারা দিতো। গতকাল রাতেও তারা বাজারের ২ মাথায় দুজনে পাহারায় বসেছিলো। আসাদ রাতের একসময় করিমের সাথে কোন যোগাযোগ করতে না পারায় তার পাহারা দেওয়ার স্থানে আসে। সেখানে এসে করিমকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পরে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন।
নিলক্ষ্যা ইউনিয়নের বিট পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই সালাম জানান, রাত ১টা থেকে ৩টার মধ্যে কোন এক সময় কে বা কাহারা বাজারের নৈশপ্রহরী আব্দুল করিমকে হত্যা করে মাটিতে ফেলে যায়। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করি। এ ঘটনায় তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।
জাগোনরসিংদী/শহজু