শেখ মানিক: অভিবাসী শ্রমিকদের অভিবাসন খরচ কমানো,ন্যায় সংগতভাবে অভিবাসন, প্রত্যাহার মুক্ত ও এয়ারপোর্টের হয়রানি বন্ধ,নারী অভিবাসী শ্রমিকদের নির্যাতন ও নিপীড়ন মুক্ত করার দাবিতে নরসিংদীর শিবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশী অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশন (বমসা) শিবপুর শাখার আয়োজনে বৃহস্পতিবার (১৫ডিসেম্বর)সকাল ১১ টায় শিবপুর প্রেস ক্লাবের সামনে ২ ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শতাধিক নারী উপস্থিত ছিলেন।
বাংলাদেশী অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশন (বমসা) বাস্তবায়নে,মানুষের জন্য ফাউন্ডেশন (এম জে এফ) সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বমসা’র চেয়ারম্যান লিলি জাহান, শিবপুর প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান, বমসা’র ফিল্ড ফেসিলেটর রুবি বেগম প্রমুখ।