• নরসিংদী
  • রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে ভাইয়ের হাতে ভাই খুন 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৪ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৪৭ পিএম
শিবপুরে ভাইয়ের হাতে ভাই খুন 
প্রতিকী ছবি

নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে বড় ভাই তারিকুল ভূঁইয়া (২৭) কে খুন করেছেন ছোট ভাই তারেক ভূঁইয়া (২৪)।মাকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে এই খুনের ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার দুপুরে  শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (৩ মে) রাত ৮ টার দিকে উপজেলার আয়ুবপুর ইউনিয়নের আধঘাটিয়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত তারিকুল ভূঁইয়া আধঘাটিয়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। ঘটনার পর থেকে ছোট ভাই তারেক ভূঁইয়া পলাতক রয়েছেন।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, বুধবার রাতে বাড়িতে ঘুমাচ্ছিলেন তারিকুল ভূঁইয়া। এসময় তার মা এসে মাদ্রাসায় পড়ুয়া ছোট ছেলে তানভীর (৯) কে রাতের খাবার দিয়ে আসতে বলেন।

খাবার দিয়ে আসতে পারবে না বলে মায়ের সাথে তর্কে জড়িয়ে মাকে মারধর করতে থাকেন তারিকুল। মায়ের ডাক চিৎকার শুনে পাশের রুমে থাকা ছোট ভাই তারেক এসে তার বড় ভাইকে কাঠ দিয়ে মাথায় আঘাত করেন। পরে আশেপাশের লোকজন তারিকুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ