স্টাফ রিপোর্টার: নরসিংদীর শিবপুরের কামারটেকে প্রতিষ্ঠিত তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে অভিভাবক-শিক্ষার্থীদের নিয়ে ‘মিড ডে মিল’ অনুষ্ঠান রবিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন আমেরিকা প্রবাসী ড. দেলোয়ার মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ বশিরুল ইসলাম বশির, প্রতিষ্ঠানের পরিচালক বিলকিস আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি পরিচালনা পরিষদের সভাপতি মোঃ তফাজ্জল হোসেন।
প্রধান অতিথি বলেন, সকল শিক্ষার্থী সকল বিষয়ে অভিজ্ঞ নয়। তাই বলে কোনো বিষয়ে দুর্বল শিক্ষার্থীকে তিরস্কার না করে তাকে উৎসাহিত করতে হবে সেই বিষয়ে মনযোগী হওয়ার জন্য। আর যে শিক্ষার্থী যে দিকে ভাল হোক সে কোনো খেলায় ভাল অথবা কোনো বিষয়ের প্রতি আকৃষ্ট তাকে সেদিকেই অনেকদূর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। সেখানে শুধু শিক্ষক নয়, অভিভাবকদেরকেও এ বিষয়ে নজর রাখতে হবে। যেমন মেসি আজকে আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে নন্দিত ব্যক্তি।
তিনি কি সব বিষয়ে ভাল ছিলেন! অবশ্যই না। এ জন্যই শিক্ষার্থী এবং অভিভাবকদের বিদ্যালয়ের নিয়ম মাফিক শৃংখলার মধ্য দিয়ে আগাতে হবে। স্কুলে এসে শিক্ষকদের কাছে নিজের সন্তানদের খোঁজখবর নিতে হবে। তা হলে একদিন হয়তো এ ছেলের দ্বারাই আপনি সমাজে অনেক বড় পরিচিতি লাভ করতে পারবেন। তাই শিক্ষার্থীদের অভীষ্ট লক্ষ্যে পৌছাতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের বেশি নজর দিতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল চন্দ্র পাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, একাডেমির সহ-সভাপতি ওসমান গণি, শিক্ষক সাংবাদিক হলধর দাস, সহ-সভাপতি চন্দন দত্ত, অভিভাবক মুখলেছুর রহমান, ছালাহ উদ্দিন আহমেদ, হাফিজুল্লাহ মোল্লা, সেলিম মিয়া, হুমায়ুন কবির, সহকারী প্রধান শিক্ষক বুলবুল আহমেদ সোহাগ, সিনিয়র শিক্ষক আয়েশা খাতুন, প্রাথমিক শাখার সহকারী প্রধান শাহিদা আক্তার, সিনিয়র শিক্ষক আফসানা শারমিন খান প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানের শেষে প্রায় দেড় হাজার শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে পুষ্টিমান খাবার বিতরণ করা হয়।