• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে প্রাইভেট হাসপাতাল সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:৩৫ পিএম
নরসিংদীতে প্রাইভেট হাসপাতাল সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত
বার্ষিক সাধারণ সভা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক ওনার্স এসোসিয়েশন (বিপিএইচসিডিওএ)'র নরসিংদী জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বিপিএইচসিডিওএ'র নরসিংদী জেলা শাখার সভাপতি ডা: এহতেশামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা: মনিরুজ্জামান ভূঁইয়া।

বিপিএইচসিডিওএ'র নরসিংদী শাখার সাধারণ সম্পাদক সনেট মোহাম্মদ নোমান'র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ ডা: রাহাত হোসেন, সিভিল সার্জন নরসিংদী ডা: মো. নূরুল ইসলাম, নরসিংদী জেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক পীরজাদা আলহাজ্ব কাজী মোহাম্মদ আলী, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিপিএইচসিডিওএ'র  নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি মাখন দাস, বিএমএ নরসিংদী শাখার সভাপতি ডা: মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ডা: সাজেদুল হকসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নরসিংদী জেলায় প্রায় ৩ শতাধিক বেসরকারি হাসপাতাল, ডায়াগনোস্টিক সেন্টার ও ক্লিনিকের ডাক্তার ছাড়াও প্রায় ৭ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে জানিয়ে বেসরকারি ক্লিনিক নিবন্ধন, সকল প্রকার বাণিজ্যিক লাইসেন্স, সামাজিক দায়বদ্ধতা ও সর্বোচ্চ সেবা নিশ্চিতে আলোচনা করেন বক্তারা।

এ সময় সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার সমূহকে আবশ্যিকভাবে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক ওনার্স এসোসিয়েশনের সদস্য পদ আবশ্যিকভাবে সদস্যভুক্তির আহ্বান জানান বক্তারা।

জাগো নরসিংদী/শহজু 
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ