স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরায় সিফাত নামে ১০ বছরের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের গালিমবাড়ি এলাকার ওই শিশুর বাড়ি থেকে এ ঝুলন্ত লাশ উদ্ধার করে রায়পুরা থানা পুলিশ। শিশু সিফাতের মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলে মনে হলেও পরিবারের সদস্যদের দাবি এটি একটি হত্যাকান্ড।
নিহত শিশু সিফাত উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের গালিমবাড়ি এলাকার সৌদি প্রবাসী আবুল কালাম খসরুর ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থী ছিলো।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সিফাতের মা আসমা বেগম অসুস্থ মেয়েকে দেখতে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে আরেক মেয়ে আইরিনকে সাথে নিয়ে বিকেলে বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হওয়ার আগে শিশুপুত্র সিফাত বাড়িতে একা থাকবে এই ভেবে বাড়ির প্রধান গেইট তালাবদ্ধ করে যায়।
কিছুদূর যাওয়ার পর শিশু সিফাতের মৃত্যুর খবর পায় মা আসমা বেগম। ছেলের এমন মৃত্যুর খবর শুনে মা আসমা বেগমের মাথায় যেনো আঁকাশ ভেঙে পড়লো। বাড়ির সিঁড়ি কোঠায় সিফাতের লাশ ঝুলছে এমন সংবাদে হাসপাতালে যাওয়ার কথা বাদ দিয়ে বাড়ি ফিরে আসেন তিনি। বাড়িতে ঢুকতে প্রধান গেইট খোলা অবস্থায় দেয়তে পায়। ভিতরে ঢুকতেই দেখে সিঁড়ি কোঠার লোহার গ্রিলে বাধা দড়িঁ সিফাতে ঝুলন্ত লাশ।
বাড়ির ভেতর আলমারি, শোকেজ খোলা অবস্থায় দেখতে। তাই তারা গলায় ফাঁস লাগানো অবস্থায় সিফাতের লাশ ঝুলে থাকতে দেখলেও এটিকে কোনো ভাবেই আত্মহত্যা বলে মানতে পারছেন না তারা। তাদের দাবি এটি একটি হত্যাকান্ড।
পুলিশ নিহত সিফাতের লাশ উদ্মধার করে য়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে শিশু সিফাতের মৃত্যুর খবরে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ও পরিদর্শক (তদন্ত) মীর মাহবুব তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহত শিশু সিফাতের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
ওসি আজিজুর রহমান বলেন, শিশু সিফাতে মৃত্যুর বিষয়টি আত্মহত্যা নাকি হত্যা সে বিষয়ে এখন কিছু বলা যাবে না। ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারন জানা যাবে বলে জানান তিনি।