• নরসিংদী
  • রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

পলাশে ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাত দুই ব্যক্তির মৃত্যু


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ১৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:৩১ পিএম
পলাশে ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাত দুই ব্যক্তির মৃত্যু
ছবি : জাগো নরসিংদী

নাসিম আজাদ: নরসিংদীর পলাশ উপজেলায় পৃথক ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী (৩৯) ও এক পুরুষ (৩৫) এর মৃত্যু হয়েছে।

 শনিবার (১৮ মার্চ) উপজেলার ঘোড়াশালে ফ্ল্যাগ রেলস্টেশন ও ঘোড়াশাল রেলস্টেশনের মাঝামাঝি রেললাইনের নিচ থেকে অজ্ঞাত এক নারী এবং  জিনারদীর সাতটিকা এলাকা থেকে অজ্ঞাত এক পুরুষের  মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। 

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল রেলস্টেশন থেকে রেললাইনে হেঁটে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন এক নারী।

এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে ওই নারী। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে জিনারদীর সাতটিকা এলাকার রেললাইনের পাশ থেকে এক পুরুষের ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। পুলিশের ধারণা শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে আজ শনিবার বেলা সাড়ে ১১ মধ্যে ট্রেনের কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।  

স্থানীয়রা নারী পুরুষের মরদেহ পড়ে থাকার খবর রেলওয়ে পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে মরদেহ দুটি উদ্ধার করে। তবে স্থানীয়রা কেউ তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটির সুরতাল করা হয়েছে। তবে এখনও মৃতদের পরিচয় শনাক্ত করা যায়নি। পিবিআইকে জানানো হয়েছে। তারা মরদেহ দুটির পরিচয় শনাক্তে কাজ করবে।'

জাগো নরসিংদী/প্রতিনিধি 

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ