শেখ মানিক: নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের নাওহালা দক্ষিণপাড়া আবু হাজী বাড়ির জামে মসজিদ নতুন করে সংস্কার কাজের জন্য এর ২ দুই লাখ ও আজকে ১ লাখ মোট ৩ লাখ ও সফরিয়া পশ্চিমপাড়া ঈদগাহ উন্নয়নে ১ লাখ টাকা অনুদান দিয়েছেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য এবং শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা।
শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যায় উপজেলার সদরে সিরাজুল ইসলাম মোল্লার ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে মসজিদ কমিটির সভাপতি জাকির হোসেন এর নিকট এ অনুদানের টাকা হস্তান্তর করেন। আর ঈদগাহ কমিটির সভাপতি জাকির হোসেন ভূইয়ার নিকট ১ লাখ টাকা হস্তান্তর করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট খোরশেদ আলম ও সাংগঠনিক সম্পাদক প্রফেসর আব্দুল খালেক, বাঘাব ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মুজিবুর রহমান সরকার ও সাধারণ সম্পাদক হোসেন আলমগীর হোসেন বকুল, সাবেক ইউপি সদস্য জিয়াউল হক প্রমুখ।