স্টাফ রিপোর্টার: নরসিংদীর চরাঞ্চলে এমডিএস'র সহায়তায় প্রায় ১৪শ' অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরন করা হয়েছে।
ইসলামিক রিলিফ বাংলাদেশ'র আর্থিক সহায়তায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা মাদার ডেভলাপমেন্ট সোসাইটি (এমডিএস) শুক্রবার (৩০ জুন) নরসিংদীর চরাঞ্চল নজরপুর ইউনিয়নে চেঙ্গাতলী মাঠে ইউনিয়নে অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে কোরবানির এ গোশত বিতরণ করে হয়।
এসময় নজরপুর ইউনিয়নের প্রায় ১৪০০ টি অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের (প্রতি পরিবারকে ২ কেজি করে) মাঝে কোরবানির গোশত বিতরন করা হয়।
বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন,
এমডিএস'র নির্বাহী পরিচালক সাংবাদিক ফাহিমা খানম'র সভাপতিত্বে এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাদেক বকসি, ইসলামিক রিলিফ বাংলাদেশের এপিও নুরুন নবী সোহাগ, সাপ্তাহিক খোজ খবর পত্রিকার সম্পাদক ও নরসিংদী প্রেসক্লাবের সদস্য মনজিল এ মিল্লাত, এমডিএস এর হেড অফ প্রোগ্রাম মো. মনজু সরকারসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ন অবস্থায় ইউনিয়নের অসহার পরিবারগুর হাতে কোরবানির এ গোশত তুলে দেয়া ণহয়।
জাগোনরসিংদী টুয়েন্টিফোর ডটকম/শহজু