হলধর দাস: ঢাকা বিভাগে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছে নরসিংদী জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি।
গত ৩০ ডিসেম্বর সমিতির কেন্দ্রীয় কমিটির বার্ষিক জেলা প্রতিনিধি সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সভায় সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজুল হক এবং মহাসচিব আবু আলম মোঃ শহীদ খান পুরস্কার স্বরূপ নরসিংদী শাখার চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক মোঃ নূরুল হক ভূঞাকে ক্র্যাস্ট,সনদপত্র ও ৫ হাজার টাকার চেক প্রদান করেন।
এর আগে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ নরসিংদী জেলা শাখা অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আলী মহোদয়কে কেন্দ্রীয় সিদ্ধান্তক্রমে ঢাকা-১ এর বিভাগীয় প্রতিনিধি মনোনীত করা হয়।
গত ২ জানুয়ারি নরসিংদী শাখার চেয়ারম্যান অর্জিত পুরস্কার ক্র্যাস্ট ও সনদ নরসিংদী জেলা শাখার প্রধান উপদেষ্টা নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আনু নইম মোহাম্মদ মারুফ খান এর হাতে তুলে দেন।
জেলা প্রশাসক বিশেষ কৃতিত্ব অর্জনের জন্য জেলা শাখার চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আলী মহোদয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।