হলধর দাস: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরাধীন ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) (সংশোধিত-১) এর আওতায় নরসিংদী জেলার শিবপুর উপজেলাধীন "শৈকারচর-কাজীয়ারা" পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর সদস্যদের পানির সুষ্ঠ ব্যবস্থাপনা, ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ, নারীদের অংশগ্রহণ, মাছের চাষ, অবকাঠামো পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, ক্ষুদ্রঋণ ব্যবস্থাপনা, সরকারী সেবাসমূহ গ্রহণ সম্পর্কে অবহিত করা, এলাকার জনগণকে এ বিষয়ে সচেতন ও উদ্বুদ্ধ করণের লক্ষ্যে গত সোমবার (২৯/০৪/২০২৪) শৈকারচর-কাজীয়ারা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর অফিস প্রাঙ্গণে "পটগান পরিবেশন ও নাটক" প্রদর্শন করা হয়।
রূপান্তর শিল্পীগোষ্ঠীর সুদক্ষ্য শিল্পীদের পরিবেশনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডি, নরসিংদী জেলার সুযোগ্য নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান, শিবপুর উপজেলার উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত, মাহমুদুল হাসান রাসেল, সহকারী কমিশনার (ভূমি), শিবপুর উপজেলা, সংশ্লিষ্ট উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা, প্রকল্পের প্রধান কার্যালয় থেকে সংশ্লিষ্ট অতিথিবৃন্দ, সংশ্লিষ্ট জেলার প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিশেষজ্ঞ (IDS), মান নিয়ন্ত্রক বিশেষজ্ঞ (QCE), নরসিংদী জেলার SSWRDP-2 টিমের কর্মকর্তা-কর্মচারীগণ, শৈকারচর-কাজীয়ারা পাবসস লিঃ এর সদস্যগণ।
উক্ত পটগান পরিশেন ও নাটক প্রদর্শনী অনুষ্ঠানটি দেখে উপস্থিত সুধীবৃন্দ আশাবাদ ব্যাক্ত করেন যে, এ পরিবেশনা পাবসসকে শক্তিশালী যেমন করবে তেমনি এর সু- প্রভাবে সমিতির সদস্যগণ তাদের জীবন যাত্রার মান উন্নয়ন করতে পারবেন এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।