নিজস্ব সংবাদদাতা: কাউন্সিল অব 'কনজিউমার রাইটস' এর নবগঠিত সাত সদস্য বিশিষ্ট শিবপুর উপজেলা আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় কমিটি। সম্প্রতি কনজিউমার রাইটস এর মহাসচিব ডিজাইনার কে. জি. এম সবুজ স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়েছে। যার স্মারক বা সূত্র নম্বর প্রশা/প/ - ৪৬৪/৭.
আহবায়ক কমিটির সদস্যরা হলেন, আহ্বায়ক নূরুদ্দীন আহাম্মদ , যুগ্ম আহবায়ক মো: আওলাদ হোসেন মাস্টার , সদস্য সচিব মো: খবির উদ্দীন ভূঁইয়া , যুগ্ম সদস্য সচিব মো: ইলিয়াছ হায়দার , সদস্য নাছিম আহমেদ , মো: হুমায়ুন কবীর খান ও মো: হাবিবুর রহমান সুমন। আহবায়ক কমিটি আগামী ২৬ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবে।
সিআরবি'র নরসিংদী জেলার প্রশাসনিক প্রতিনিধি আব্দুল হান্নান মানিক এর সার্বিক সহযোগিতায় নবগঠিত শিবপুর উপজেলা সিআরবি'র আহবায়ক কমিটি গঠন করা হয়।