• নরসিংদী
  • রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

 নরসিংদীর শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ দুই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ০৫ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:০৭ পিএম
নরসিংদীর শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ দুই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার 
পানিতে ডুবে মারা যাওয়া দুই স্কুলছাত্রী

জাগোনরসিংদী রিপোর্ট: নরসিংদীর শিবপুর উপজেলার লাখপুর এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর দুই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে তারা গোসল করতে নেমে নদীর পানিতে নিখোঁজ হয়ে যান। 

শুক্রবার সকাল ১০টার দিকে শীতলক্ষ্যা নদীর দুই তীরবর্তী এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পানিতে ডুবে মৃতরা হলেন, শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামের ইকবাল হোসেনের মেয়ে নবম শ্রেণির ছাত্রী ইমা আক্তার (১৫) ও পলাশ উপজেলার চরপলাশ এলাকার আব্দুর রহিমের মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ইয়াসমিন আক্তার (১৫)।

এই তথ্য নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) ফিরোজ তালুকদার ও পলাশ ফায়ার সার্ভিস এর সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারী। 

পলাশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারী জানান, বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে লাখপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে সম্পর্কে আত্মীয় তিন স্কুলছাত্রী ইমা, ইয়াসমিন ও সাদিয়া।

এসময় সাদিয়া তীরে উঠে আসতে পারলেও বাকি দুজন নদীর স্রোতে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। তারা কেউ সাঁতার জানতো না।

খবর পেয়ে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তাদের উদ্ধারে যায় পলাশ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।

এসময় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। পরে টঙ্গি থেকে ডুবুরি দল ঘটনাস্থলে যাওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে আবারও উদ্ধার কাজ শুরু করেন তারা। প্রথম দিন সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলা অভিযানে তাদের খোঁজ করতে পারেনি ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।

শুক্রবার সকালে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

জাগোনরসিংদী টুয়েন্টিফোর ডটকম 

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ