• নরসিংদী
  • বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

পলাশে একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন সুমি 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৫৯ পিএম
পলাশে একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন সুমি 
তিন নবজাতক। ছবি : জাগো নরসিংদী

নাসিম আজাদ: নরসিংদীর পলাশে এক সাথে ৩টি সন্তানের জন্ম দিয়েছেন সুমি আক্তার নামে এক নারী।

বুধবার (২৫ জানুয়ারি) রাত ১০টার দিকে পলাশ উপজেলার তারা মিয়া মেমোরিয়াল হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে সিজারের মাধ্যমে ওই ৩ সন্তানের জন্ম হয়। এরমধ্যে একজন ছেলে বাকি দুজন মেয়ে সন্তান। 

এসব তথ্য নিশ্চিত করেন ওই হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তা মোঃ আতাউর রহমান। এক সাথে তিন সন্তানের জন্ম দেওয়া সুমী আক্তার ঘোড়াশাল পৌরসভার খানেপুর এলাকার চাকুরীজীবি আবু তালেবের স্ত্রী। 

নবজাতকদের ফুফু মানছুরা বেগম জানান, আমার ভাইয়ের আগেও ১২ বছর ও ১০ বছর বয়সের দুটি ছেলে সন্তান রয়েছে। এইবার একসাথে আরও ৩টি সন্তানের জন্ম হয়েছে। এর মধ্যে ২টি মেয়ে ও ১টি ছেলে।

তারা মিয়া মেমোরিয়াল হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তা আতাউর রহমান জানান, রাত ৯ থেকে ১০টা নাগাদ গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ খাদিজা বেগমের তত্বাবধানে তিনটি যমজ নবজাতকের সফল সিজার সম্পন্ন হয়েছে। যমজ নবজাতকদের মধ্যে ২টি মেয়ে ও ১টি ছেলে। মা ও নবজাতকরা সুস্থ আছেন।

জাগো নরসিংদী/নাসিম 

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ