নিজস্ব প্রতিনিধি: নরসিংদী শিবপুর উপজেলার মিয়ারগাঁও উত্তর পশ্চিম পাড়ায় মোল্লা বাড়ি এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শিবপুর উপজেলা মানব কল্যাণ সংস্থার উদ্যোগে ও উপজেলা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
শনিবার মাছিমপুর ইউনিয়ন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা, নরসিংদী জেলা শাখার, সভাপতি, মোঃ নূরউদ্দিন মোল্লা।
অনুষ্ঠান উদ্বোধন করেন, শিবপুর উপজেলা শাখার হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মফিজুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন নরসিংদী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এ্যাড.মো. মনিরুজ্জামান মোল্লা (বাবুল), কলিম উদ্দিন ভুইঁয়া, মানবতা কল্যাণ সংঘের প্রধান উপদেষ্টা ও বিশ্বাস গ্রুপের এক্সিকিউটিভ অফিসার মো. শফিকুল ইসলাম মোল্লা।