• নরসিংদী
  • রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে আঞ্চলিক মহাসড়ক উন্নীতকরণ প্রকল্পের মূল্যায়ন কর্মশালা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ১৩ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৩০ পিএম
নরসিংদীতে আঞ্চলিক মহাসড়ক উন্নীতকরণ প্রকল্পের মূল্যায়ন কর্মশালা
প্রকল্পের মূল্যায়ন কর্মশালা

হলধর দাস: নরসিংদীতে 'গুরত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ(ঢাকা জোন) (১ম সংশোধন) শীর্ষক  প্রকল্পের প্রভাব মূল্যায়ন' বিষয়ক কর্মশালা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল সাড়ে ১১টায় আইএমইডি'র পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-২ এর মহাপরিচালক জহির রায়হান প্রধান অতিথি হিসেবে জুমে সম্পৃক্ত হয়ে  কর্মশালা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। 

Troyee আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এর পক্ষে  অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ মাসুম।

প্রকল্পের প্রভাব মূল্যায়নের গুরুত্ব তুলে ধরে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আইএমইডি'র অধীন এই প্রকল্পের টিম লিডার মোঃ নূরুল্লাহ।

স্বাগত বক্তব্যে তিনি বলেন,উন্নয়নের পূর্বশর্ত হলো নিরাপদ,ঝুকিমুক্ত ও টেকসই  উন্নত সড়ক অবকাঠামো নির্মাণ।

ঢাকা বিভাগের আওতাধীন গাজীপুর,নরসিংদী ও নারায়ণগঞ্জ সড়ক বিভাগের কয়েকটি  আঞ্চলিক মহাসড়কের মান ও প্রশস্থতা উন্নতিকরণ প্রকল্পে নেয়া হয়েছিল যা ইতোমধ্যে বাস্তবায়িত।

এটির গাজীপুর জেলার মধ্যে দিয়ে অতিক্রম করেছে তিনটি উপজেলা, নারায়ণগঞ্জ জেলার মধ্য দিয়ে অতিক্রম  করেছে তিনটি উপজেলা ও নরসিংদী জেলার মধ্যে দিয়ে পলাশ, শিবপুর, মনোহরদী ও বেলাব অতিক্রম করেছে।

এ সড়ক দিয়ে উৎপাদিত কৃষিজ পণ্য, মৎস্য সামগ্রীসহ  ব্যবসা-বাণিজ্যের পণ্য পরিবহন ঢাকা বিভাগ হতে  সরাসরি অন্যত্র বাজারজাতকরণের সহজ হয়েছে। আগে এসকল সড়ক ছিল ঝুঁকিপূর্ণ, দুর্ঘটনা কবলিত। এখন আর আগের মতো ঝুঁকিপূর্ণ নয়। 

স্বাগত বক্তব্যের প্রেক্ষিতে  কর্মশালায় অংশগ্রহণকারী সুধীজন বলেন, উল্লেখিত সড়কসমূহ প্রশস্তকরণ যথাযথ হয়েছে। তবে সকল সড়কসমূহ যথাযথ মান সম্পন্ন হয়নি।

নরসিংদী মদনপুর হয়ে আড়াইহাজার উপজেলার ওপর দিয়ে প্রবাহিত সড়ক,  মনোহরদী উপজেলার উপর দিয়ে প্রবাহিত সড়ক ও রায়পুরা উপজেলার উপর দিয়ে প্রবাহিত সড়ক সমূহ যথাযথ মানসম্পন্ন হয়নি। সহজেই সড়কগুলোতে ছোট ছোট খাদের সৃষ্টি হয়েছে, যা চলাচলে বিঘ্ন ঘটে। সড়কগুলোর পাশে থাকা বাজারগুলো সড়কের বেশীরভাগই দখলে নিয়ে গেছে। তাই  অবাধ চলাচল নিশ্চিত করতে সড়কগুলো আরো প্রশস্ত করা আবশ্যক। 

পরিবেশ সংরক্ষণের স্বার্থে সড়ক সমূহের পাশে প্রচুর বৃক্ষ রোপন একান্ত আবশ্যক বলেও তারা  উল্লেখ করেন।

উত্তরে নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হামিদুল ইসলাম বলেন, প্রকল্প বাস্তবায়ন করতে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেই তা সম্পন্ন করতে হয়েছে। প্রশাসনিক কারণে ধীরগতিতে কার্যাদেশের ফলে ঠিকাদারি প্রতিষ্ঠান যথাসময়ে কাজ সম্পন্ন করেন না। যে রেইটে কাজ পান,কাজ করার সময় উপকরণের মূল্য বৃদ্ধির কারণে তারা মানসম্মত কাজ ডেলিভারি দিতে পারেন না। 

ফলে কাজ সবসময় যথাযথ মানসম্মত হয় না। 
সভাপতির বক্তব্যে, অতিরিক্ত জেলা প্রশাসক
(রাজস্ব) মোহাম্মদ মাসুম বাস্তবায়িত উল্লেখিত সড়ক সমূহের কিছু ত্রুটি তুলে ধরে তা নিরসনের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন। সড়ক প্রশস্তকরণের ফলে মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের দিকটিও তুলে ধরেন।

আইএমইডি'র প্রকল্প কর্মকর্তা আশরাফুল সিদ্দিক তার বক্তব্যে টিম লিডারের উদ্দেশ্যে বলেন, মদনগঞ্জ সড়কের নয়াপাড়া এলাকায় সড়কের কাজ কেন ত্রুটিপূর্ণ হলো তার প্রতিবেদন জমা দিবেন। তিনি তার বক্তৃতায় বিভিন্ন সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ নিবেন বলে উল্লেখ করেন। 

কর্মশালায় বিভিন্ন সমস্যা,সুবিধা, অসুবিধা তুলে ধরে এবং পরামর্শ উপস্থাপন করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী সদর উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বাচ্চু,নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির শাহ,নরসিংদী সদর এসি(ল্যান্ড) মেহেদী হাসান কাওসার, রায়পুরার এসি(ল্যান্ড), মনোহরদী উপজেলা ভাইস চেয়ারম্যান, গাজীপুর সদর উপজেলার এসি (ল্যান্ড) প্রমুখ। 

জাগোনরসিংদী/স্টাফ রিপোর্টার
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ