• নরসিংদী
  • রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

বেলাবতে বাজার মনিটরিং করলেন ইউএনও


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ০১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:৩৫ পিএম
বেলাবতে বাজার মনিটরিং করলেন ইউএনও
বাজার মনিটরিং করছেন ইউএনও

বেলাব প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতে মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে বেলাব উপজেলা প্রশাসন।

শনিবার (১ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরা নেতৃত্বে বেলাব বাজার,আমলাব বাজার পরিদর্শন করেন।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সমসের জামান ভূইয়া রিটন।

বেলাব ও আমলাব বাজারের হোটেল-রেস্তুরা, ইফতারের দোকান, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান,ফলের দোকান, প্লোট্রি বাজার, কাঁচা বাজার  ব্যবসায়ীদের সতর্ক করতে মনিটরিং করা হয়।

রমজানকে ঘিরে যেন দাম বাড়ানো না হয় সে জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। তিনি প্রতিটি দোকানে মূল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশ প্রদান করেন। কোনো মালামাল নিয়ে কারসাজি না করতে নির্দেশ প্রদান করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষ যেন ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য কিনতে পারেন সে ব্যাপারে উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকবে। বাজারের সকল পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ও অতিরিক্ত মুনাফা লাভ করে জনজীবনকে দুর্বিষহ না করতে সকলকে আহবান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরা। 

নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরা বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিদিন উপজেলার হাট-বাজারগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে করে কেউ অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ অন্যান্য মালামাল বিক্রি করতে না পারে।

জাগো নরসিংদী/শহজু

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ