স্টাফরিপোর্ট: নরসিংদীতে ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামি গ্রেফতার করতে গিয়ে হামলায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছে।
আহত ৫ পুলিশ সদস্য নরসিংদী সদর থানার। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের চিনিশপুর ইউনিয়নের গাবতলী পুরান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহত ৫ পুলিশ হলেন, নরসিংদী সদর থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) এরশাদ আলী, উপপরিদর্শক কামরুজ্জামান ও রবিউল আওয়াল এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহ আলম ও নাজমুল হাসান।
তাদেরকে নরসিংদী সদর হাসপালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলা ও ২০২০ সালের ৮ অক্টোবর ডিবি পুলিশের উপর হামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গাবতলী পুরান পাড়ার বাসিন্দা মো. ফরহাদ মিয়া (২৫), তার পিতা সুজন মিয়া (৫০)সহ, ফয়সাল মিয়া (২৭) ও মজনু খন্দকার (৩৪) কে গ্রেপ্তার করতে যায় সদর থানা পুলিশের একটি দল।
রাত দেড়টার দিকে আসামিদের বাসায় গেলে আসামীরা পুলিশের উপর চড়াও হয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।
এতে পুলিশের পাঁচ কর্মকর্তা আহত হয়। এসময় ঘটনাস্থল থেকে মাদকসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ফরহাদ মিয়াকে গ্রেফতার করেন পুলিশ।
আহত পুলিশ কর্মকর্তা এরশাদ আলী বলেন, আসামি ফরহাদকে গ্রেপ্তার করতে তার বাসায় গিয়ে আমাদের পরিচয় ও আদালতের ওয়ারেন্ট দেখালেও তার পরিবারের সদস্যরা ডাকাত ডাকাত বলে হট্টগোল শুরু করে এবং দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে।
এতে আমিসহ পুলিশের আরও ৪ জন আহত হয়েছেন। আহত সবাই নরসিংদী সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, 'পুলিশ কর্মকর্তাদের উপর হামলা করে আহত হওয়ার ঘটনায় ১৫-১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।'