![website logo](https://www.jagonarsingdi24.com/webimages/logo.png)
নিজস্ব প্রতিনিধি: জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহা পরিচালক শহিদুল আলম এর নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও র্যােলীর আয়োজন করেছে নরসিংদী সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।
৬ আগস্ট (রোববার) সকালে প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নাবিলা নুঝাত এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যা লী প্রশিক্ষণ কেন্দ্র থেকে বের হয়ে প্রধান প্রধান সরক প্রদক্ষিণ করেন।
র্যা লী শেষে প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার লক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা করেন অধ্যক্ষ প্রকৌশলী নাবিলা নুঝাত। এসময় প্রশিক্ষণ কেন্দ্রের বিভাগীয় প্রধান আব্দুল হান্নান মোল্লা, বদিউজ্জামান, মো: দেলোয়ার হোসেন, সিনিয়র প্রশিক্ষক মনির হোসেন, সিনিয়র শিক্ষক লিটন চন্দ্র সরকার, প্রশিক্ষক সোহাগ ভূইয়া, প্রশিক্ষক নুরুল ইসলাম, মো: ইউনুস আলী, জব প্লেসমেন্ট কর্মকর্তা রুবেল মিয়াসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা র্যাললীতে অংশ নেন।