আবুল কাশেম: নরসিংদীর প্রত্যন্ত চরাঞ্চলে এক পুলিশ কর্মকর্তার বাড়ির সদ্য নির্মাণ করা সীমানা প্রাচীর ভেঙ্গে ঘুরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে নরসিংদী সদর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল আলোকবালীর উত্তর পাড়া গ্রামে উপ পরিদর্শক (এসআই) মোবারক হোসেনের গ্রামের বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে ঘুরিয়ে দেয় দুর্বৃত্তরা। এঘটনায় ওই পুলিশ কর্মকর্তা শুক্রবার (২৯ সেপ্টেম্বর) নরসিংদী সদর মডেল থানায় অভিযোগ জানান।
মোবারক হোসেন ফেনীর সোনাগাজী থানার উপ পরিদর্শক (এসআই) পদে কর্মরত আছেন।
মোবারক হোসেন বলেন, চাকুরী সুবাদে গ্রামের বাড়িতে আমাদের খুব একটা আসা হয়না। তাই বাড়ির নিরাপত্তার কথা ভেবে রাজমিস্ত্রিকে ফোন দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করার কথা বলি। সেই অনুযায়ী রাজমিস্ত্রি গতকাল (বৃহস্পতিবার) প্রাচীর নির্মাণ কাজ করে। রাতে পাশের বাড়ির মানিক মিয়ার স্ত্রী শহর বানুর নির্দেশে রাজা মিয়ার ছেলে শাহাদাত হোসেন (৩২) ও মোমিন মিয়ার ছেলে আল-আমিন (৪৫) সদ্য নির্মাণ করা বাড়ির সেই সীমানা দেওয়াটি ভেঙ্গে ঘুরিয়ে দেয়। আমি এ ঘটনার সঠিক বিচার দাবী করছি।
প্রত্যক্ষদর্শী প্রতিবেশী নাছিমা বেগম বলেন, রাত আনুমানিক দুইটার দিকে ভাঙচুরে আওয়াজ শুনে বাহিরে এসে দেখি মোবারকদের বাড়ী ওয়াল ভাঙ্গা। তবে কাউকে দেখতে পাইনি।
অভিযুক্ত শাহাদাত হোসেন বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানি না। দীর্ঘ কয়েক বছর আগে আমি তাদের বাড়িতে সত্তর হাজার টাকার বালু ফেলেছিলাম। আজ পর্যন্ত আমাকে একটি টাকাও দেয়নি। হয়তো সেজন্য তারা আমাকে দোষারোপ করতে পারে। আমি দোষি নই তাই এবিষয়ে আমার কিছুই বলার নাই।
আলোকবালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইউসুফ আলী খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।