হলধর দাস: নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ।
তিনি বলেন, তোমাদের হাত দিয়েই ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। তোমরাই তার ফল ভোগ করবে। তাই তোমাদেরকে মানসম্মত শিক্ষায় নিজেদের প্রতিষ্ঠা করতে হবে।
বৃহস্পতিবার সকালে ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউট,পলাশ উপজেলা শাখা আয়োজিত ১৪তম কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন তিনি ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন,
সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া সিন্ধা।
আরো বক্তব্য রাখেন,স্কাউট কমিশনার মিলন কৃষ্ণ হালদার, সদস্য সচিব বরুন চন্দ্র দাস প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল তালুকদার।
জাগো নরসিংদী/স্টাফ রিপোর্টার