স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরায় মালবোঝাই নছিমন উল্টে বস্তার নিচে চাপা পড়ে মাসুদ মিয়া (৪২) নামে এক চালক প্রাণ হারিয়েছেন । সোমবার সন্ধ্যায় উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের হরিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ মিয়া নরসিংদী সদর উপজেলা হাজীপুর গ্রামের মৃত বীরমুক্তিযোদ্ধা আজগর আলীর ছেলে।
এলাকাবাসীসূত্রে জানা যায়, নরসিংদী বড় বাজার থেকে চাউলের বস্তাবোঝাই করে নসিমন চালিয়ে নিলক্ষ্যার হরিপুর বাজারে উদ্দেশ্যে রওনা দেয় চালক মাসুদ। হরিপুর বাজারে অদূরে নসিমনের নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায়।
এসময় নসিমনটি উল্টে গেলে চাউলের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক মাসুদ মিয়া নিহত হয়। খবর পেয়ে নিলক্ষ্যা পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করে।
নিলক্ষ্যা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ঘটনার খবরে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারকে জানানো হয়েছে। পরিবারের লোকজন আসার পর আলোচনা সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।"
জাগোনরসিংদী/শহজু