আবুল কাশেম: পবিত্র ঈদুল ফিতরের আগের দিন কর্মহীন অসহায় হতদরিদ্র প্রায় একহাজার পরিবারের পাশে দাঁড়ালেন একটি সামাজিক অরাজনৈতিক সংগঠন 'আলোকবালী ইউনিয়ন সমাজকল্যাণ যুব সংঘ।'
আজ (শুক্রবার) আলোকবালী বাজারস্থ উক্ত সংঘের অস্থায়ী কার্যালয়ের সামনে একহাজার পরিবারের সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, সেমাই, চিনি, পোলাওর চাল,ডাল,পেয়াজ,উক্ত সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন (ভার্চুয়াল ভাবে) সংঘের সভাপতি স্পেন প্রবাসী তামিম আবু বকর।
এসয় আরও উপস্থিত ছিলেন আরিফ চৌধুরী, সাখাওয়াতুল হক, আব্দুল জলিল,কাউছার মাস্টার ,সাংবাদিক আবুল কাশেম,কাউছার আলম, ফোরকান সরকার,শাকিব উল হক, মুক্তার হোসেন,সালাউদ্দিন, মামুন ,মাসুদ রানা দিপু, নুর মুহাম্মদ, নাসির উদ্দিন,রাকিব গাজী হুমায়ূন কবির সাইয়েফ আহমেদ সুমন, শুক্কুর আলী,সুমন আহমেদ গাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
এসময় তামিম আবু বকর বলেন, সামনে ঈদ-উল-ফিতর তাই আমরা সংগঠনের সকলে মিলে অসহায়দের পাশে ঈদ সামগ্রী পৌঁছে দিতে সাধ্যমত চেষ্টা করেছি ।
উল্লেখ্য জনকল্যাণমূলক কাজের মন মানসিকতা নিয়ে ২০১৭ সালে একদল যুবক প্রতিষ্ঠা করে আলোকবালী ইউনিয়ন সমাজ কল্যাণ যুব সংঘ ।
সম্পূর্ণ অরাজনৈতিক সেবামূলক সংগঠন টি অসহায় মানুষের সেবা করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর দীর্ঘ ছয় বছরে বিভিন্ন মসজিদ ,মাদ্রাসা ,এতিমখানা সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সংগঠনের পক্ষ থেকে প্রায় এক কোটি টাকার উপরে অনুদান প্রদান করা হয়েছে ।
সেবামূলক কর্মকান্ডের জন্য অল্পদিনের মধ্যে সংগঠনটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। বিভিন্ন সেবামূলক কাজের পাশাপাশি খেলাধুলা, শিক্ষা সফর, বিভিন্ন ট্যুরের আয়োজন করা হয়ে থাকে এ সংগঠনের মাধ্যমে।
জাগো নরসিংদী/প্রতিনিধি