![website logo](https://www.jagonarsingdi24.com/webimages/logo.png)
আবুল কাশেম : নরসিংদী মেঘনা নদীতে ভাসমান অবস্থায় একটি গলা কাটা অজ্ঞাত (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর ) বিকেল সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের খোদাদিলা গ্রামের পশ্চিম পাড়ার মেঘনা থেকে অর্ধগলিত অবস্থা মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ সদস্যরা।
করিমপুর নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, বিকেলে আলোকবালী ইউনিয়ন পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা এস আই ইউসুফ আলী খান মোবাইলে খোদাদিলার পশ্চিম পাড়ায় একটি লাশ পানিতে ভাসছে করিমপুর নৌ পুলিশ ফাঁড়িকে এমন সংবাদ দেয়। করিমপুর নৌ পুলিশ সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। মরদেহটি নদীতে ভাসমান অবস্থায় শরিরে অর্ধেক অংশ কচুরীপানায় ঢাকা ছিল।
মরদেহটির পচে গলে শরীরের বিভিন্ন অংশ খসে পড়েছিল। সেই সাথে মরদেহটির গলাকাটা, পেটকাটা অবস্থায় ছিলেন বলে জানায় করিমপুর নৌ-পুলিশ। পরে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আলোকবালী ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার দিপু বলেন, আমিও লোক মারফত অবগত হয়েছি। তবে লোকটি আমাদের এলাকার নয়।
করিমপুর নৌ পুলিশ ফাঁড়ি'র ইনচার্জ উপ পরিদর্শক (এস আই) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, অজ্ঞাত ব্যক্তির মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি । পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিময়াধীন রয়েছে।