![website logo](https://www.jagonarsingdi24.com/webimages/logo.png)
স্টাফ রিপোর্ট: নরসিংদী সদর উপজেলার মাধবদীতে প্রতিবেশীদের হামলায় একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম মনির হোসেন (৫০)। নিহত মনির হোসেন একই এলাকার সিরাজ মোল্লার ছেলে।
রোববার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মাধবদী থানার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, বাড়ির সীমানায় একটি পিলার স্থাপনের পর যাতায়াতে সমস্যা হচ্ছিল।
এ নিয়ে প্রতিবেশীর সাথে বিরোধ চলছিল মনিরের। এ নিয়ে প্রতিবেশী মৃত সামসুল হকের ছেলে সেলিম মিয়ার সাথে তর্কবিতর্ক হয় মনিরের।
তর্কবিতকর্কের এক পর্যায়ে প্রতিবেশী লোকজন তাকে কিলঘুষি মারতে থাকেন। এতে মনির হোসেন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে তাকে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকীবুজ্জামান বলেন, 'নিহতের পরিবারের পক্ষ কোন অভিযোগ পাইনি। এ ব্যাপারে পুলিশ কাজ করছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'
জাগো নরসিংদী ২৪.কম/ সমক