• নরসিংদী
  • রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীর মেঘনার আলোকবালীতে সেতুর দাবিতে স্পেনে মানববন্ধন 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৪ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৩০ পিএম
নরসিংদীর মেঘনার আলোকবালীতে সেতুর দাবিতে স্পেনে মানববন্ধন 
স্পেনে মানববন্ধন 

জাগোনরসিংদী রিপোর্ট: নরসিংদীর মেঘনার কচুরিপানা পরিষ্কার ও সেতুর দাবিতে এবার স্পেনের মাটিতে আলোক বালী ইউনিয়নের কৃতি সন্তান স্পেন প্রবাসি আল আমিন'র নেতৃত্ব ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন।

নরসিংদী জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন'র সভাপতি  আল আমিন বলেন, সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকবালী ইউনিয়নে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। মেঘনা নদীতে কচুরিপানার জট সৃষ্টি হওয়ায় নৌপথে নৌ-যান চলাচলে বিঘ্ন ঘটছে।

এতে নৌকা ডুবিসহ নরসিংদী শহর ও বিভিন্ন এলাকায় সঠিক সময়ে যাতায়াত করতে পারছেন না এলাকাবাসী। কৃষিপণ্য, হাসপাতালে জরুরি রোগী প্রয়োজনীয় মালামাল আনা নেয়াসহ ব্যাঘাত ঘটছে কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানে চলাচলে। সঠিক সময়ে হাসপাতালে নিতে না পারায় পথেই মারা যাচ্ছেন অসুস্থ লোকজন। আসন্ন এসএসসি পরীক্ষার আগে মেঘনা নদীতে সৃষ্টি হয়েছে তীব্র কচুরিপানার জট। এতে নৌ চলাচলে বিঘ্ন ঘটছে।

আলোকবালী ইউনিয়নের আর্থ সামাজিক উন্নয়নে ও দুর্ভোগ লাঘবে নরসিংদীর দুর্গম চরাঞ্চলের নৌ-পথে কচুরিপানার জট অপসারণ ও আলোকবালী-শ্রীনগর অথবা মনিপুরা-খোদাদিলা সেতু ও সড়ক নির্মাণের দাবিসহ নৌপথে সৃষ্ট কচুরিপানার অপসারণে প্রশাসনের পদক্ষেপ দাবী করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

আলোবালি ইউনিয়নের বাসিন্দা  সাইদ আনোয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, স্পেন প্রবাসি আল আমিন , আলোকবালী ইউনিয়ন সমাজ কল্যাণ যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি তামিম ইকবাল, সোহান জাহার ইসলাম, শাজাহান, শরীফ উদ্দিন প্রমুখ।

জাগোনরসিংদী টুয়েন্টিফোর ডটকম  

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ