• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন সম্পন্ন


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:৫০ পিএম
নরসিংদীতে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন সম্পন্ন
সনদপত্র বিতরণ। ছবি : জাগো নরসিংদী

হলধর দাস: বাংলাদেশ স্কাউটস নরসিংদী সদর উপজেলা শাখার আয়োজনে দিনব্যাপী ১১৮৮তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স সোমবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সফলভাবে সম্পন্ন হয়েছে।

সকালে কোর্সের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন ভূঞা।

সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর উপজেলা স্কাউটস সভাপতি মো. মেহেদী মোর্শেদ কর্মশালায় সভাপতিত্ব করেন।

পরে তিনি কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। 

সদর উপজেলা স্কাউটস সম্পাদক নরসিংদী আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনজিল এ মিল্লাত এর সার্বিক তত্ত্বাবধানে ও যুগ্ম সম্পাদক আলতাফ রানার সঞ্চালনায়  অনুষ্ঠিত  কর্মশালায় অন্যান্যের মধ্যে মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার খাদিজাতুল কোবরা, নরসিংদী জেলা স্কাউটস সভাপতি আলতাফ হোসেন নাজির, সিনিয়র সাংবাদিক জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হলধর দাস, স্কাউটস কমিশনার মোঃ আব্দুল করিম, সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আঃ মোতালিব প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মশালায় কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আব্দুল ওয়াহাব। প্রশিক্ষক ছিলেন মো. আকরাম হোসেন, পরিতোষ চন্দ্র দাস, লিজা আক্তার  ও স্বপন কুমার দাস। কর্মশালায় বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসা পর্যায়ে ৫৯ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

জাগো নরসিংদী টুয়েন্টিফোর ডটকম/সমক
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ