নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদ হারুনুর রশিদ খানের রূহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বুধবার (১৪ জুন) বিকেলে হাজ্বী নোয়াব আলি উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু হানিফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোক্তার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসিন নাজির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম মাহবুবুল হাসান মাহবুব,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রফেসর আব্দুল খালেক, বিপ্লব চক্রবর্তী, প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাহাবুবুল আলম তাজুল,জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিম সরকার,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি জাহিদুল শেখ কাউসার ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাযায়েল ভূঁইয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।