শেখ মানিক: নরসিংদী পুলিশের গোয়েন্দা শাখার সদস্য ভুয়া (ডিবি পুলিশ) পরিচয়ে এক ব্যবসায়ীর কর্মচারীকে তুলে নিয়ে দুইদিন নির্যাতন করে অবৈধভাবে অর্থ আদায়, জোরপূর্বক স্বীকারোক্তি মূলক মাদকের বিষয়ে ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে।
অভিযুক্তরা হলেন, উপজেলার বাজনাব গ্রামের মৃত দরবেশ আলীর ছেলে খোকা মোল্লা ওরফে গুলজার ও পলাশ উপজেলার লামপুর এলাকার আলতাফ গাজীসহ অজ্ঞাত আরও কয়েকজন।
ভুক্তভোগীরা জানান, বাজনাব এলাকার খোকা মোল্লা ও পলাশ উপজেলার লামপুরের আলতাফ গাজী দুইজনের যোগসাজশে গত ২২ মে সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বাজনাব বাজার থেকে রবিউল ইসলামের ফার্নিচারের দোকানের কর্মচারী জিয়ারুল কে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে মোটরসাইক দিয়ে তুলে নেওয়া হয়। টাকা না পেয়ে বাজনাব খোকার চাচাতো বোনের বাড়ি, তেলিয়া আলতাফ গাজীর বোনের বাড়ি ও পরের দিন ২৩মে সকালে লামপুর আলতাফ গাজীর বাড়িতে নিয়ে আটক রেখে নির্যাতন করে অর্থ হাতিয়ে নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং মাদকের বিষয়ে জোরপূর্বক স্বীকারোক্তি মূলক ভিডিও ধারণ করা হয়েছে।
৩৪ হাজার টাকা থেকে দরকষাকষি করে দুই দিন নির্যাতন করার পরে দুই হাজার টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়। টাকাটা খোকা মোল্লার বিকাশে দেওয়া হয়েছে।
ভুক্তভোগীরা এ ঘটনায় শিবপুর মডেল থানায় অভিযোগ দিয়েছেন। শিবপুর মডেল থানার এসআই মুক্তার হোসেন জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে।
এ বিষয়ে আলতাফ গাজী জানান, খোকা মোল্লা ওই ছেলেকে তেলিয়া বোনের বাড়ি ও পরে আমার বাড়ীতে নিয়ে আসছে।
এব্যাপারে খোকা মোল্লা জানান, আমাকে যারা মারধর করেছে তারাই আবার মিথ্যা অভিযোগ দিয়ে সমাজে আমাকে হেয়প্রতিপন্ন করতে চেষ্টা করছে।
জাগোনরসিংদী/প্রতিনিধি