হলধরদাস: ‘প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ - এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীতে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে রবিবার (৫ জুন) এক বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নরসিংদী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল জাকি এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: নূরুল ইসলাম, নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভুঁইয়া, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান।
অনুষ্ঠানে শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়।
এর আগে সকালে নরসিংদী সার্কিট হাউজ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন।