• নরসিংদী
  • মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ;   ২৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

রায়পুরায় প্রতিপক্ষের গুলিতে নিহত ১ আহত ৪


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:২৩ পিএম
রায়পুরায় প্রতিপক্ষের গুলিতে নিহত ১ আহত ৪
গুলিবিদ্ধ হয়ে নিহত ব্যক্তি। ছবি : জাগো নরসিংদী

স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে ককটেল ফাটাতে বাধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছোঁড়া গুলিতে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।

শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় দুর্গম চরাঞ্চল নিলক্ষা ইউনিয়নের একটি পার্কে ককটেল ফাটাতে বাধা দেয়ায় এই ঘটনা ঘটে। 

নিহত জুলহাস মিয়া নিলক্ষা ইউনিয়নের শামসুল মিয়ার ছেলে। সে পেশায় একজন পোল্ট্রি ব্যবসায়ী। 

এদিকে এ ঘটনায় আহত সাদ্দাম, ইয়ামিন, হাবিব ও আমিনুলকে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করে।
 
স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানায়, নিরক্ষীয় ইউনিয়নের দড়িগাঁও গ্রামের জালাল মিয়া একজন ককটেল বিস্ফোরক তৈরিকারক এবং ত্রাস সৃষ্টিকারী। সাম্প্রতিক সময়ে সে একাধিকবার ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে।

স্থানীয় এলাকাবাসী শনিবার বিকেলে স্থানীয় একটি পার্কে তাকে ককটেল ফাটাতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তার দলবল নিয়ে এলাকাবাসীর উপর হামলা চালায়।

এ ঘটনায় জুলহাস মিয়াসহ আরো ৪ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুলহাসকে মৃত ঘোষণা করেন। 

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ বলেন, 'আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।'

জাগো নরসিংদী/শহজু
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ