মনোহরদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে সাংবাদিকদের সম্মানে ইফতার, দোয়া ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার স্থানীয় একটি রেস্টুরেন্টে লন্ডন প্রবাসী এবিএম সামসুর রহমান রাকিবের আয়োজনে ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মনোহরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী আনোয়ার কামাল, নাজমুল সাখাওয়াত হোসেন বাবু, রেনেসাঁ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ফারুক আহমেদ মোদির, শাহজালাল হীরা, এবিএম সামসুর রহমান রাকিবের ছোট ভাই সাম্মির রহমান টিপু।
মনোহরদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিপনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন মনোহরদী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোসাদ্দেকুর রহমান খান, সাবেক সভাপতি আসাদুজ্জামান নূর, আনোয়ার হোসেন, বর্তমান সভাপতি জেএম শাহজাহান মোল্লা, মনোহরদী রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামরুল ইসলাম, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সহ সভাপতি মাহবুবুর রহমান সোহেল, সাবেক সাধারণ সম্পাদক মুহা. ইসমাইল হোসাইন খান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি বাকি বিল্লাহ, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মোবারক হোসেন, খোলা কাগজের প্রতিনিধি মাসুদ রানা, ভোরের দর্পণের প্রতিনিধি রেজাউর রহমান, সিএনএন বাংলা টিভির প্রতিনিধি তানভীর আহমেদ, মানব কন্ঠের প্রতিনিধি ফারুক আহমেদ প্রমুখ।
জাগো নরসিংদী/শহজু