• নরসিংদী
  • সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

পলাশে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ০৭ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:২৬ পিএম
বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ
বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ

নাসিম আজাদ: নরসিংদীর পলাশে  ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

সোমবার (৭ মার্চ) দুপুরে ঐতিহাসিক ৭মার্চ উদযাপন উপলক্ষে উপজেলা সন্মেলন কক্ষে প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ। 

পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী পি এ এ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাদেকুর রহমান আকন্দ, উপজেলা নির্বাচন কমিশন অফিসার জোবায়দা খাতুন, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস, জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম গাজী, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন চৌধুরী ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক মন্টু প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে "বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ" বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 
 
এর আগে সকালে পলাশ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পলাশ থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ঘোড়াশাল পৌরসভা ও ইউনিয়ন পরিষদ গুলোর পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

 

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ