• নরসিংদী
  • বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত শিবপুর উপজেলা চেয়ারম্যান


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:১০ পিএম
দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত শিবপুর উপজেলা চেয়ারম্যান
হারুনুর রশিদ খান

নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও  উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশিদ খানকে বাসায় ঢুকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। 

তাকে প্রথমে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে হাঁটাহাঁটি ক‌রে ফেরার সময় শিবপুর থানা সংলগ্ন নিজ বাড়ির সিঁড়ি কোঠায় তার ওপর হামলা করা হয়।

খবর পেয়ে গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনাটি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার।

আহতের পরিবারের সদস্যরা বলেন, সকাল সোয়া ৬টার দিকে তিনজন লোক হারুনুর রশিদ খানের সঙ্গে দেখা করতে আসেন। বাড়িটির দ্বিতীয় তলার কলবেলের শব্দ শুনে হারুন নিজেই গিয়ে দরজা খুলে দেন।

ওই সময় তাদের একজন পিস্তল বের করে তার দিকে তাক করেন। তিনি ঘুরে দৌড় দিয়ে নিরাপদ স্থানে যেতে চাইলে তাকে লক্ষ্য করে দুটি গুলি করা হয়। গুলি দুটি তার পিঠের দুই জায়গায় বিদ্ধ হয়।

এরপর তিনি মাটিতে লুটিয়ে পড়লে তারা পালিয়ে যান। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালটির চিকিৎসকেরা জরুরি চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি জানান, দুর্বৃত্তরা চেয়ারম্যান সাহেবকে পেছন থেকে গুলি করেছেন। তাকে ঢাকায় পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।

এ খবর  ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীরা শিবপুর উপজেলা সদর বাসস্ট্যান্ড, কলেজ গেইট ও ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা মোড় সড়ক অবরোধ করে, টায়ারে আগুন লাগিয়ে দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।ফলে চরম ভোগান্তিতে পড়েন যানবাহনের আরোহীরা। 

জাগো নরসিংদী টুয়েন্টিফোর ডটকম/সমক

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ