নিজস্ব প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর (মদিনা জুট মিলের সামনে) এলাকায় ত্রিমূখী সংঘর্ষ ঘটে।
এতে তিনজন গুরুতর আহত হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নরসিংদী কার্যালয়ের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারী এর সত্যতা নিশ্চিত করেন।
ঘটনার বিষয়ে তিনি আরও জানান, শনিবার ভোর প্রায় সারে ৫টার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবোঝাই বাস ঘটনাস্থলে আসলে বিপীরত দিক থেকে আসা আরএফএল (প্রাণ) কোম্পানীর একটি কভারভ্যানের সাথে মুখোমুখী সংঘর্ষ বাধে।
এসময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান ও সংষর্ষে পতিত হয়। এখবর সরকারী সেবা নম্বর ৯৯৯ থেকে কল পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের লিডার মো: মকবুল হোসেনের নেতৃত্বে দুইটি উদ্ধারকারী দল ও একটি এম্ব্যুলেন্স নিয়ে ঘটনাস্থল থেকে পিকআপভ্যান ও কভার্টভ্যানে আটকে পড়া গাড়ীর চালক ও হেলপারদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
উদ্ধারকৃতরা হলো: জামালপুরের মো: আজিজুল ইসলামের ছেলে মো: রফিকুল ইসলাম (৪৫) পিকআপভ্যান চালক, একই গাড়ীর হেলপাড় নরসিংদীর রায়পুরা উপজেলার মঞ্জুর মিয়ার ছেলে মো: জলিল মিয়া (৪০)। এছাড়া কভারভ্যান চালক গোপালগঞ্জের মেহেদী হাসানের ছেলে মো: স্বপন (৩৫)।
লিডার মকবুল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসের যাত্রী পাওয়া যায়নি। বাসটি রাস্তা থেকে পড়ে গিয়ে পাশের খাদের কিনারায় পড়ে যায় এবং কভারভ্যান ও পিকআপভ্যান রাস্তায় পড়ে রাস্তা বন্ধ হয়ে যায় এবং এতে গাড়ী দুটির চালক ও হেলপার আটকে গেলে ফায়ার সার্ভিসের অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারের পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক জানান তাদের অবস্থা খুবই গুরুতর।
জাগো নরসিংদী/রাসেল