শরীফ ইকবাল রাসেল: “জাতীয় প্রাথমিক শিক্ষা পদক” ঘোড়াশাল পৌরসভা পর্যায়ের পদক প্রদান অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভা “জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পৌর কমিটির” আয়োজনে মঙ্গলবার বিকেলে পৌর এলাকার সমবায় আদর্শ বিদ্যা নিকেদন প্রাঙ্গনে এই পদক প্রদান অনুষ্ঠিত হয়।
ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার এর সভাপতিত্বে নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)সিলভিয়া স্নিগ্ধা ও উপজেলা প্রাতমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা খান ইউসুফজি।
এবারের জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে ঘোড়াশাল পৌর এলাকার ১৬টি বিদ্যালয়ের ৪ হাজার শিক্ষার্থী ৫৪টি প্রতিযোগিতায় অংশগ্রহন করায় ১৬২ জন শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এসময় পৌরসভার কাউন্সিলর, ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।