• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে কোরআনে হাফেজ যুবকের ঝুলন্ত  মরদেহ উদ্ধার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ০৯ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:১৫ পিএম
নরসিংদীতে কোরআনে হাফেজ যুবকের ঝুলন্ত  মরদেহ উদ্ধার
উদ্ধারকৃত মরদেহ

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে একটি কবরস্থানের পাশের গাছে ঝুলন্ত অবস্থায় মো. শাওন মিয়া (২৭) নামে একজন কোরআনে হাফেজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৮ জানুয়ারি) রাতে  নরসিংদী শহরতলীর দাসপাড়া মহল্লার ভরতেরকান্দি ব্রিজের পাশের কবরস্থান থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।  শাওন ভরতেরকান্দি এলাকার শাজাহান মিয়ার ছেলে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার দুপুরে বাসা থেকে খাবার খেয়ে কাজে যাওয়ার উদ্দেশে শাওন মিয়া বের হয়।

পরে তার কোন খোঁজখবর পাওয়া যায়নি। পরবর্তীতে রাতে ব্রিজের পাশের কবরস্থানের একটি আম গাছের সাথে গলায় রশি পেঁচানো অবস্থায় তার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় লোকজন।

পুলিশ এসে লাশ উদ্ধার করে। শাওন মিয়া অনেক দিন ধরে অসুস্থ ছিলেন বলেও জানান তারা। 

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন বলেন, 'ঘটনাটির বিষয়ে তথ্য সংগ্রহসহ খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্ত শেষে বিষয়টি সর্ম্পকে বলা যাবে।'

শহজু/সমক

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ