স্টাফ রিপোর্ট: নরসিংদীর রায়পুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইজিবাইক চালক নিহত হয়েছে। তার নাম আল আমিন মিয়া (৩৫)। সে বাহেরচর গ্রামের ধন মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মেসবাহউদ্দিন খন্দকার মিতুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'আল আমিন দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত ইজিবাইক চালিয়ে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিন নিজের বাড়িতে তার ইজিবাইকের ব্যাটারি বৈদ্যুতিক উপায়ে চার্জ দিতেন।'
আজ সকালে নিজ বাড়িতে ইজিবাইকের ব্যাটারি চার্জ থেকে খোলার সময় বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন করেন বলে জানিয়েছেন তিনি।
এই ঘটনায় একটি অপমৃত্য মামলা হয়েছে বলে জানিয়েছেন রায়পুরা থানার উপপরিদর্শক আব্দুস সালাম।