• নরসিংদী
  • বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

বেলাবতে দুস্থদের পাশে দাঁড়িয়েছেন প্রবাসী ঐক্য পরিষদ


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:৩৪ এএম
বেলাবতে দুস্থদের পাশে দাঁড়িয়েছেন প্রবাসী ঐক্য পরিষদ
দুস্থদের মধ্যে খাবার বিতরণ

শরীফ ইকবাল রাসেল: প্রবাসীরা শুধু রেমিটেন্সই প্রেরণ করেনি, সমাজের দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তায় হাত বাড়িয়ে দিচ্ছেন।

প্রবাসীরা তাদের অর্জিত অর্থ দিয়ে সমাজের দুস্থ মানুষের সেবায় কাজ করতে গড়ে তুলেছেন সামাজিক সংগঠন।

তেমনি একটি সংগঠন নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড প্রবাসী ঐক্য পরিষদ।

সংগঠনটির পক্ষ থেকে শুক্রবার বিকেলে দুস্থ পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী, নগদ অর্থ, প্রবাসী পরিবারের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

সংগঠনের সভাপতি ইতালী প্রবাসী মোফাজ্জল হোসেন বিপ্লবের সহায়তায় অনুষ্ঠানে বেলাবো উপজেলা চেয়ারম্যান সমশের জামান ভূইয়া রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

স্থানীয় নারায়নপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মালয়শিয়া প্রবাসী সোহরাব হোসেন, ব্যবসায়ী আবুল বাছেদ, শফিকুর রহমান ও সিদ্দিকুর রহমান জেকিসহ অন্যরা। 

উল্লেখ্য: ইতালী, সৌদি আরব, দুবাই, মালয়শিয়াসহ বিভিন্ন দেশে অবস্থানরত নারায়ণপুর এলাকার প্রায় ৬৫জন প্রবাসী মিলে গড়ে তুলেছেন সংগঠনটি।

জাগো নরসিংদী/প্রতিনিধি 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ