• নরসিংদী
  • বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

রায়পুরায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো দুই চালকের 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৯:৪৮ পিএম
রায়পুরায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো দুই চালকের 
দুর্ঘটনা কবলিত ট্রাক

জাগো নরসিংদী রিপোর্ট: নরসিংদীর রায়পুরা উপজেলায় দুটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক প্রাণ হারিয়েছেন। মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ নামাপাড়ায় এই দুর্ঘটনা ঘটেছে। 

নিহতরা হলেন বগুড়া জেলার শিবচর থানার পালিকান্দা গ্রামের আবদুল হালিমের ছেলে আবু হাশেম (২১) ও ভোলা জেলার চরফ্যাশন থানার উত্তর চরমণ্ডল গ্রামের মোসলেম উদ্দিন পাটোয়ারীর ছেলে মো. মফিজুল পাটোয়ারী (২৮)।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, মফিজুলের পাথর বোঝাই ট্রাক ঢাকার দিকে যাচ্ছিলো আর আবু হাশেমের টাইলসবাহী ট্রাক ভৈরবের দিকে যাচ্ছিলো। সকালে দুইটি ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ নামাপাড়ায় পৌঁছালে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুইটি ট্রাকের সামনের অংশই একেবারে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক মফিজুল ও হাশেম মারা যান। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে তাদের মরদেহ উদ্ধার করে।

ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'মরদেহ দুইটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

চালকদের ঘুমের জেরেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ।

এ ঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ তৎপর  রয়েছে বলেও জানান ওসি। 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ