• নরসিংদী
  • বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদী পলিটেকনিক ইন্সটিটিউটের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ১২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:৫৮ পিএম
নরসিংদী পলিটেকনিক ইন্সটিটিউটের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
ওরিয়েন্টেশন ক্লাস

নিজস্ব প্রতিনিধি: ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নরসিংদী সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ১২ মার্চ) সকাল ১১টায় ইন্সটিটিউটের প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের সাথে আলাদা আলাদা ক্লাসরুমে গিয়ে নতুন শিক্ষার্থীদের সাথে পরিচিতি পর্ব ও ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে দিয়ে ক্লাস শুরু হয়। 

ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ইন্সটিটিউটের চীপ ইন্সট্রাক্ট (নন টেক) মোঃ হাবিজ উদ্দিন,  চীপ ইন্সট্রাক্ট কম্পিউটার মোঃ আলাউদ্দিন, ইন্সট্রাক্ট ইলেকট্রিক্যাল মোঃ ফরহাদ মিয়া, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার ও সাধারণ সম্পাদক রাকিব হাসান প্রমুখ।

ওরিয়েন্টশন ক্লাসে শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়। শিক্ষার্থীরা বলেন,নরসিংদী পলিটেকনিক ইন্সটিটিউটে ভর্তি হতে পেরে খুব ভাল লাগছে। ওরিয়েন্টেশন ক্লাসে ভালো লেগেছে শিক্ষকদের নির্দেশনা।

ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে পড়ার জন্য চান্স পেয়ে গর্বিত। লেখাপড়ার মান ও নিয়মকানুন সর্বোচ্চ দেখে চয়েস দিয়েছিলাম নরসিংদী সরকারি পলিটেকনিককে।

ওরিয়েন্টেশন ক্লাসের সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীরা গভীর মনোযোগ দিয়ে লেখাপড়া করে অতীতের মতো ভালো ফলাফল উপহার দেবে। শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে যোগাযোগ রেখে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকলে ভালো ফলাফল করা সম্ভব।

জাগো নরসিংদী/মানিক 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ