স্টাফ রিপোর্ট: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ রবিবার এড কাজী নাজমুল ইসলাম বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাহিত্যের সন্ধানে এর উপদেষ্টা এড. কাজী নাজমুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য সাহিত্যের সন্ধানে ঢাকা বিভাগীয় কমিটির সম্মানিত সিনিয়র সহ সভাপতি, আলোক বালী সমাজকল্যাণ যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি তামিম আবু বকর।
এই সময় উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবী সংগঠন ফোরাম প্রতিষ্ঠাতা সদস্য, পলাশের পাপড়ি প্রতিষ্ঠাতা সভাপতি শেখ রাসেল মাহমুদ, সাহিত্যের সন্ধানে ঢাকা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ওমর সানি, আলোক বালী সমাজ কল্যাণ যুব সংঘের সম্মানিত সদস্য বশির আহমেদ, নরসিংদী জেলা সেচ্ছাসেবী সংগঠন ফোরামের সদস্য তৌহিদ আফ্রিদি, নরসিংদী জেলা সেচ্ছাসেবী সংগঠন ফোরামের সদস্য ও সাহিত্যের সন্ধানে প্রতিষ্ঠাতা আসাদ সরকার প্রমুখ।
সাক্ষাৎকালে নরসিংদী জেলা সেচ্ছাসেবী সংগঠন ফোরামকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এ বিষয়ে পরামর্শ করেন। এবং এই মাসেই মেহমান খানার একটি মেগা ইভেন্ট করার প্রস্তাব করেন। এবং এড. কাজী নাজমুল ইসলাম মহোদয় কে জেলা সেচ্ছাসেবী সংগঠন ফোরামের উপদেষ্টা প্রস্তাব করেন জেলা সেচ্ছাসেবী সংগঠন ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য তামিম আবু বকর ।
উক্ত সংগঠনে উপদেষ্টা হিসাবে থাকার সম্মতি জ্ঞাপন করেন নরসিংদী জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি এড. কাজী নাজমুল ইসলাম।