নিজস্ব প্রতিনিধি : শুক্রবার জুম্মা নামাজের পর পবিত্র রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করে মাধবদী নাগরিক কমিটি। জুম্মা নামাজ শেষে মাধবদী পৌরসভার বড় মসজিদ থেকে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ বের হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাধবদী নাগরিক কমিটির আহবায়ক আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন কমিশনার, যুগ্ম আহবায়ক আলহাজ্ব মনিরুজ্জামান ভুঁইয়া সহ নেতৃবৃন্দ। পরে রমজানের পবিত্রতা রক্ষা ও অসামাজিক কার্যকলাপ বন্দের প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দিয়ে মাধবদী পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।