নাসিম আজাদ: নরসিংদীর পলাশে মিরপুরের কিংস্টন হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের কুড়াইতলী গ্রামের শ্মশান মন্দির প্রাঙ্গণে স্থানীয় স্বেচ্ছাসেবী 'মানবতার আলো' সংগঠনের সার্বিক সহযোগিতায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুল ইসলাম গাজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।
দুপুর ৩ টা পর্যন্ত চলা ক্যাম্পিংয়ে প্রায় ৩ শতাধিক অসহায় ও দরিদ্র নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে কিংস্টন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফকরুল ও অন্যান্যের নেতৃত্বে একটি মেডিকেল টিম ও নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাম দাস উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন জিনারদী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার জয়ন্ত সেন, মানবতার আলো সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সোহেল কুমার দে, মুখপাত্র বিপ্লব রায়, সাংগঠনিক সম্পাদক অনিক রায়, প্রচার সম্পাদক সজিব রায়, সদস্য রঞ্জন চন্দ, আকাশ রায়, তন্ময় ভক্ত, রনি ঘোষ, সুমন চৌধুরী ও রুম্মন ভক্তসহ অন্যরা।