জাগোনরসিংদী রিপোর্ট: সোমবার সকালে নরসিংদীর মাধবদী পালকি কনভেনশন সেন্টারে 'বিদ্যাবাড়ি' সংগঠনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠান, পশ্চিমবঙ্গ কলকাতা থেকে আগত ৪জন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়।
তারা হলেন ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের সম্মানিত অধ্যক্ষ ড. মনোজিৎ রায়, সহযোগী অধ্যাপক ড. পুষ্প বৈরাগ্য, বিন্দু ভারসাম্য শিল্পী ও জি বাংলা দাদাগিরির চ্যাম্পিয়ন ড. প্রিয়দর্শী মজুমদার এবং হিন্দি বিভাগের অধ্যাপক পায়েল মান্না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুরহাট গ্রিনফিল্ড কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আলহাজ্ব মোঃ ইসমাইল ভূইয়া, উদ্বোধক ছিলেন মাধবদী ডিজিটাল কলেজের সম্মানিত অধ্যক্ষ মোঃ শেখ সাদী, প্রধান অতিথি ড. মনোজিৎ রায়, অধ্যক্ষ, রাষ্ট্রগুরু সুরেন্দ্র নাথ কলেজ, কলকাতা, ভারত।
এছাড়া প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সবুজ পরিবেশ আন্দোলন নরসিংদী জেলার সম্মানিত সভাপতি প্রফেসর ড. শেখ আবুল হোসেন হানিফ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সাংবাদিক, কবি,লেখক এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এ সময় বিদ্যাবাড়ি সংগঠনের সাথে কলকাতা রাষ্ট্রগুরু সুরেন্দ্র নাথ কলেজের সাথে লিংকেজ চুক্তির ঘোষণা দেওয়া হয়।