• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে অভিবাসীদের নিরাপদ অভিবাসন সেমিনার অনুষ্ঠিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৫৬ এএম
নরসিংদীতে অভিবাসীদের নিরাপদ অভিবাসন সেমিনার অনুষ্ঠিত
নিরাপদ অভিবাসন সেমিনার

শরীফ ইকবাল রাসেল: 'দক্ষতা উন্নয়নের জন্য এখন প্রত্যেকটি জেলায় টিটিসি, যুব উন্নয়ন অধিদপ্তরসহ আরও কয়েকটি বিভাগের মধ্যে অর্থবিভাগের সেইফ নামে একটি প্রকল্প রয়েছে। সেখানে অনেকগুলো ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়। এরমধ্যে কেউ যদি একটি বিষয়েও প্রশিক্ষণ ও সনদ নিয়ে বিদেশে যায়, তাহলে কিন্তু ভালো বেতন যাওয়া যায়।'

কথাগুলো বলেছেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।

সোমবার জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

“থাকব ভালো, রাখব দেশ” বৈধপথে প্রবাসী আয়-গরব বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে। 

এসময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা মনোয়ার, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক এনামুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া ও ইউএনও মেহেদী মোরর্শেদসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় অভিবাসীদের নিরাপত্তা ও দক্ষতা বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে।

জাগো নরসিংদী/প্রতিনিধি 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ