• নরসিংদী
  • রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

শিবপুর উপজেলা চেয়ারম্যান মারা গেছেন; অতিরিক্ত পুলিশ মোতায়েন


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ৩১ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:২৯ পিএম
শিবপুর উপজেলা চেয়ারম্যান মারা গেছেন; অতিরিক্ত পুলিশ মোতায়েন

স্টাফ রিপোর্ট: নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশিদ খান (৭০) অবশেষে মৃত্যুবরণ করেছেন।

রাজধানীর এভার কেয়ার  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার শেষ বিকেলে মৃত্যুবরণ করেন তিনি।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সন্ধ্যায় একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল। এ সময় উপজেলা সদর বাজার, বাসস্ট্যান্ড ও কলেজ গেইটের সমস্ত দোকানপাট বন্ধ করে দেয়া হয়। গুরুত্বপূর্ণ জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

পরিবারের সদস্যরা জানিয়েছেন, শারীরিক পরিস্থিতির অবনতি হওয়া হারুনুর রশিদ খানকে গত ১৯ মে শুক্রবার রাতে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

এ খবরে উত্তপ্ত হয়ে উঠেছে শিবপুর। এ অবস্থায় যেকোন সময় উত্তপ্ত হয়ে উঠতে পারে পুরো শিবপুর। তাই যেকোন পরিস্থিতি মোকাবেলায়  বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, চলতি বছরের  ২৫ ফেব্রুয়ারি ভোরে শিবপুর পৌর এলাকার বাজার সড়কের শিবপুর মডেল থানা সংলগ্ন উপজেলা চেয়ার হারুনুর রশিদ খানের বাসায় হত‍্যার উদ্দেশ‍্যে তাঁকে গুলি করা হয়। গুলিবৃদ্ধ হওয়ার পর তাকে প্রথমে শিবপুর উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে এবং পরে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তাঁর পিঠ (মেরুদণ্ডসংলগ্ন) থেকে দুটি গুলি বের করা হয়। এর পর থেকেই পার্শ্বপ্রতিক্রিয়াজনিত নানা সমস্যায় ভুগছেন তিনি।

স্বজনেরা জানিয়েছেন, হারুনুর রশিদ খানের পিঠে বিদ্ধ হওয়া দুটি গুলি বের করে আনা হলেও তাঁর শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে। এর প্রভাবে প্রস্রাবে সংক্রমণসহ হৃৎপিন্ড ও কিডনিতে নানা সমস্যা দেখা দেয়। অবস্থা জটিল দেখে চিকিৎসার জন্য ৭ মে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকদের তত্ত্বাবধানে কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু গত শুক্রবার রাতে তাঁর শারীরিক অবস্থার আরো অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

গত রবিবার সকালে হারুনুুর খানের মৃত্যূর মিথ্যা গুজব  সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা সদরে উত্তেজনা দেখা দেয়। পরে সকাল ১০ টায় উপজেলা সদরে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যে কোন পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছেন। উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

হারুনুর রশিদ খানের সঙ্গে থাকা তাঁর ভাতিজা ফজলে রাব্বি খান বলেন, এখন পর্যন্ত অবস্থার কোনো উন্নতি দেখা যাচ্ছে না। চিকিৎসকেরা জানিয়েছেন, লাইফ সাপোর্টের শেষ স্টেজে আছেন তিনি। আরও দুই দিন নিবীড় পর্যবেক্ষণে রাখার পর চিকিৎসকেরা সিদ্ধান্ত জানাবেন।

এব্যাপারে শিবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহসীন নাজির জানান, উপজেলা চেয়ারম্যান হারুণুর রশিদ খানের শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে লাইফ সাপোর্টে নিয়েছেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানের মৃত্যূর গুজবে ছাত্রলীগ একটি মিছিল বের করে। তবে উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ